বুধবার ১৮ জুন ২০২৫ - ১২:৩৮
ইরানে ইসরায়েলি আগ্রাসন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ঐশী সুযোগ: তাকী উসমানী

পাকিস্তানের প্রখ্যাত সুন্নি আলেম ও দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মুহাম্মদ তাকি উসমানি সাম্প্রতিক সময়ে ইসরাইল কর্তৃক ইরান প্রজাতন্ত্রের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসনের জবাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি ইরানের দৃঢ় ও প্রতিরোধমূলক জবাবের প্রশংসা করেন এবং এ ঘটনাকে মুসলিম বিশ্বে ঐক্য সুদৃঢ় করার জন্য “ঐশ্বরিক অনুগ্রহ” ও মূল্যবান সুযোগ হিসেবে অভিহিত করেন।

হাওজা নিউজ এজেন্সি: মুফতি তাকি উসমানি সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ তার ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রদত্ত বার্তায় ঘোষণা করেন, “ইরান ইসরাইলকে শক্তিশালী জবাব দিচ্ছে, এটিই প্রথমবার যখন ইসরাইল বোমাবর্ষণের আসল স্বাদ পাচ্ছে।”

তিনি তার বিবৃতিতে উল্লেখ করেন, “ইসরাইলি আগ্রাসনে ইরান কিছু ক্ষয়ক্ষতি স্বীকার করলেও, তারা শক্তি ও দৃঢ়তার সাথে এর জবাব দিয়েছে। আজ ইসরাইল প্রথমবারের মতো উপলব্ধি করল যে প্রকৃত বোমাবর্ষণ কী। মুসলিম বিশ্বের বিরুদ্ধে এই অবৈধ রাষ্ট্রের (ইসরাইল) শত্রুতাপূর্ণ লক্ষ্য কারও অজানা নয়।”

তিনি জোর দিয়ে বলেন, “এই ঘটনা মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য প্রদত্ত আরেকটি সুযোগ—যাতে পূর্ণ ঐক্যবদ্ধ হয়ে আমরা সায়োনবাদী রাষ্ট্রের হুমকির মোকাবিলা করতে এবং তাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে পারি।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha